নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): দেশের স্বাস্থ্য সুরক্ষার জন্য একটি সহযোগিতামূলক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া। বৃহস্পতিবার নতুন দিল্লিতে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ডাঃ মনসুখ মান্ডভিয়া বলেন, ভারতকে হেপাটাইটিস-মুক্ত করার জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। ভারতকে হেপাটাইটিস মুক্ত করার জন্য সকলের মধ্যে সচেতনতার আহ্বান জানিয়েছেন তিনি।
ভাইরাল হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর ২৮ জুলাই দিনটি বিশ্ব হেপাটাইটিস দিবস হিসেবে পালিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, রাজ্যসভার উপাধ্যক্ষ হরিবংশ প্রমুখ। এদিনের অনুষ্ঠানে ভারতকে হেপাটাইটিস মুক্ত করতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক কী কী প্রয়াস নিচ্ছে তা তুলে ধরেন মনসুখ মান্ডভিয়া।