পাঁচগ্রাম (অসম), ২৮ জুলাই (হি.স.) : হাইলাকান্দি জেলার অন্তর্গত পাঁচগ্রামের এক পান দোকানে হানা দিয়ে লক্ষাধিক টাকার গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। গাঁজা কারবারের অভিযোগে পান দোকানের মালিক অমলেন্দু দাসকে পুলিশ আটক করেছে।
পাঁচগ্ৰাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিধানচন্দ্ৰ দাস জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার রাতে পাঁচগ্ৰাম বাজারে পুলিশের এক দল অভিযান চালায়। ওই অভিযানে একটি পান দোকান থেকে চার কেজি ৫০০ গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করেছেন তাঁরা।
পুলিশ অফিসার বিধান দাস বলেন, অবৈধ ড্ৰাগস এবং অন্য মাদকদ্ৰব্যের বিরুদ্ধে অসম পুলিশের অভিযান চলতে থাকবে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্ৰান্ত থেকে প্ৰত্যেকদিন উদ্ধার হচ্ছে গাঁজা, ড্ৰাগস ইত্যাদি মাদকদ্ৰব্য।