বেজিং, ২৮ জুলাই (হি. স.) : চিনের উহানে ফের চার জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। যাতে সংক্রমণ ফের না ছড়িয়ে যায় তার জন্য আবারো সেখানে লকডাউন জারি করা হয়েছে।
চিনের উহানের জিয়াংজিয়া জেলায় চারজন উপসর্গবিহীন করোনা রোগী শনাক্তের পর সেখানকার বাসিন্দাদের তিন দিনের জন্য তাদের বাড়িতে বা আঙিনার ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা মহামারির শুরু থেকে ‘জিরো কোভিড’ নীতি অনুসরণ করে আসছে চিন। এতে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় চিনে করোনায় কম মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু চিনের এই ‘জিরো কোভিড’ নীতি ক্রমবর্ধমান বিরোধিতার মুখোমুখি হচ্ছে। কারণ দেশটির মানুষ এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিধিনিষেধের চাপের ক্ষতির মুখে পড়ছে। উহানের জনসংখ্যা প্রায় ১ কোটি ২০ লাখ। নিয়মিত পরীক্ষায় চিনের উহানে দুদিন আগে দুজন উপসর্গবিহীন রোগী শনাক্ত হয়। এরপর কন্টাক্ট ট্রেসিংয়ের মাধ্যমে আরও দুজন করোনা রোগী শনাক্ত হয়।