দিল্লি হিংসা মামলা: পুলিশের দায়ের করা চার্জশিটের ওপর আজ শুনানি

নয়াদিল্লি, ২৮ জুলাই ( হি.স.) : আজ দিল্লির রোহিণী আদালতে জাহাঙ্গীরপুর হিংসা মামলায় দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের দায়ের করা চার্জশিটের শুনানি হবে। গত ১৬ এপ্রিল জাহাঙ্গীরপুরীতে একটি ধর্মীয় মিছিল চলাকালীন হিংসার ঘটনা ঘটে।

দিল্লি পুলিশের চার্জশিটে ৩৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে দুজন নাবালক। দিল্লি পুলিশ মহম্মদ আনসার এবং তাবরেজ আনসারিকে মূল ষড়যন্ত্রকারী হিসাবে নাম দিয়েছে। দিল্লি পুলিশ অস্ত্র আইনের বিভিন্ন ধারা ছাড়াও ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ৩৪, ১৮৬, ৩৩৩, ৩৩২, ৩২৩,৪৩৬, ১৪৭, ১৪৮, ১৪৯ এবং ৪২৭ ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।
আট অভিযুক্তের জামিনের আবেদনের শুনানির সময় আদালত জাহাঙ্গীরপুরীতে বেআইনি মিছিল বন্ধ না করার জন্য দিল্লি পুলিশকে তিরস্কার করেছিল। অতিরিক্ত দায়রা জজ গগনদীপ সিং বলেছিলেন, প্রাথমিকভাবে এটি পুলিশের ব্যর্থতা। আদালত দিল্লি পুলিশ কমিশনারকে তদন্ত করতে এবং দোষী অফিসারদের জবাবদিহি করার নির্দেশ জারি করেছিল।