Covid19: ত্রিপুরায় কমেছে দৈনিক সংক্রমণ, মৃত্যু চোখ রাঙাচ্ছে, ২৪ ঘন্টায় সংক্রমিত ৪০৪, সুস্থ ৩৭৮, মৃত্যু ২

আগরতলা, ২৮ জুলাই (হি. স.) : করোনার প্রকোপের বৃদ্ধির মধ্যেই মৃত্যুও চোখ রাঙাতে শুরু করেছে। ত্রিপুরায় গত ২৪ ঘন্টায় সংক্রমণ কিছুটা কমেছে ঠিকই। কিন্ত, করোনা আক্রান্ত দুই জনের মৃত্যু হয়েছে। তাতে, নিশ্চিতভাবে করোনার ভয় কাটার কোন সুযোগ মিলছে না।

গত ২৪ ঘণ্টায় ত্রিপুরায় নতুন করে ৪০৪ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। এদিকে অবশ্য গত ২৪ ঘণ্টায় ৩৭৮ জন সুস্থ হয়েছেন। ফলে দৈনিক সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ৯.১০ শতাংশ। এদিকে, জেলাভিত্তিক দৈনিক সংক্রমণে দক্ষিণ জেলা সকলকে পিছনে ফেলে এগিয়ে গেছে।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৬৭ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৪৩৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ১৬ এবং রেপিড অ্যান্টিজেনে ৩৮৮ জন মোট ৪০৪ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে কমে দাঁড়িয়েছে ৯.১০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৩৭৮ জন সুস্থ হয়েছেন। সাথে দুই জনের মৃত্যও হয়েছে।

বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ২১০৬ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০৫৭৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০২৬৮৮ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার বেড়ে হয়েছে ৪.১৭ শতাংশ। তেমনি, সুস্থতার হার কমে হয়েছে ৯৭.০৭ শতাংশ। এদিকে, ০.৮৮ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯২৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। 

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৭১ জন, সিপাহিজলা জেলায় ৩১ জন, খোয়াই জেলায় ৩১ জন, গোমতী জেলায় ৫৮ জন, ধলাই জেলায় ৩৫ জন, ঊনকোটি জেলায় ৫৭ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৪০ এবং দক্ষিণ জেলায় ৮১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *