সোনিয়ার নেতৃত্বে কংগ্রেসীরা সাংবিধানিক পদে মহিলাদের অবমাননা করে চলেছে : স্মৃতি ইরানি

নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্যের জন্য কংগ্রেসের তীব্র নিন্দা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। স্মৃতির কথায়, সোনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেসীরা সাংবিধানিক পদে মহিলাদের অবমাননা করেই চলেছে। কংগ্রেসের বিরুদ্ধে দেশের নতুন রাষ্ট্রপতিকে অবমাননার অভিযোগ এনেছে বিজেপি, অভিযোগের তির কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর দিকে। তিনি দ্রৌপদী মুর্মুকে ‘রাষ্ট্রপত্নী’ বলেছেন বলে অভিযোগ।

অধীরের এই মন্তব্যের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেত্রী স্মৃতি ইরানি বলেছেন, “রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ‘রাষ্ট্রপত্নী’ বলে সম্বোধন করেছেন অধীর রঞ্জন চৌধুরী, এটা জানা সত্ত্বেও যে তাঁর এই মন্তব্য দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের মর্যাদাকে অবমাননা করে৷ কংগ্রেস আদিবাসী বিরোধী, দলিত বিরোধী এবং নারী বিরোধী, এটা দেশ জানে।” স্মৃতি ইরানি আরও বলেছেন, “সোনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেসীরা সাংবিধানিক পদে মহিলাদের অবমাননা করে চলেছে। আমাদের দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতিকে হেয় করার জন্য কংগ্রেসকে সংসদে এবং ভারতবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।” স্মৃতির কথায়, “দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত হওয়ার পর থেকেই কংগ্রেস তাঁর উদ্দেশে বিদ্বেষপূর্ণ মনোভাব দেখিয়েছে এবং রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পরেও তাঁর বিরুদ্ধে আক্রমণ থামছে।”

এদিকে, অধীরের মন্তব্যের প্রেক্ষিতে এদিন লোকসভায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি সাংসদ ও মন্ত্রীরা। স্মৃতি ইরানি, নির্মলা সীতারমণরা অধীরকে ক্ষমা চাইতে বলেন। এই বিক্ষোভের জেরে দুপুর ১২ টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি হয়ে যায়। একই দাবিতে সংসদের বাইরেও বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি নেতৃত্ব। এদিকে, রাজ্যসভার অধিবেশনও দুপুর ১২টা অবধি মুলতুবি করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *