রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জনের মন্তব্য লজ্জাজনক: মায়াবতী

লখনউ, ২৮ জুলাই ( হি.স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অধীর রঞ্জনের মন্তব্যের জন্য কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) জাতীয় সভাপতি তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। তিনি বলেন, আদিবাসীদের রাষ্ট্রপতি হওয়া কংগ্রেস পছন্দ করছে না।

বিএসপি সভাপতি মায়াবতী বৃহস্পতিবার টুইট বার্তায় বলেছেন, ভারতের সর্বোচ্চ রাষ্ট্রপতি পদে উপজাতি সমাজের প্রথম মহিলা হিসাবে দ্রৌপদী মুর্মুর নির্বাচন অনেকেরই পছন্দ নয়। এরই ধারাবাহিকতায় লোকসভায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তাঁর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন। এ ধরনের মন্তব্য করা খুবই দুঃখজনক, লজ্জাজনক এবং অত্যন্ত নিন্দনীয়।
মায়াবতী আরও লিখেছেন, টিভিতে রাষ্ট্রপতিকে ‘রাষ্ট্রপত্নী’ বলার প্রতিবাদে সংসদের কার্যক্রমও ব্যাহত হয়েছে। কংগ্রেস দলেরও এজন্য দেশের কাছে ক্ষমা চাওয়া এবং বর্ণবাদী মানসিকতা পরিত্যাগ করাই উপযুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *