নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ বিএসএফের অবৈধ বাধা দানের ফলে ঊনকোটি জেলার কৈলাসহর মনু ল্যান্ড কাস্টস দিয়ে বাংলাদেশ থেকে আমদানিকৃত মাছ সবজি সহ অন্যান্য পন্য সামগ্রী নামাতে বাধাপ্রাপ্ত হচ্ছে আমদানি রপ্তানিকারকরা৷ এর প্রতিবাদে বৃহস্পতিবার ল্যান্ড কাস্টমস অফিসে তালা ঝুলিয়ে থানা রোডে পথ অবরোধ করেন তারা৷
প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের আমদানির রপ্তানি বাণিজ্য দীর্ঘদিন ধরেই বৈধ উপায়ে চলেছে৷ এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নির্ধারিত আইন অনুযায়ী ব্যবসা বাণিজ্য চলছে৷ কিন্তু ঊনকোটি জেলার কৈলাশহর মনু কাস্টমস দিয়ে বাংলাদেশ থেকে ভারতে আমদানিকৃত পন্য সামগ্রী নামাতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন আমদানিকারীরা৷ তাদের অভিযোগ বাংলাদেশ থেকে মাছ সবজি সহ বৈধভাবে আমদানিকৃত সামগ্রী বাংলাদেশের লরি দিয়ে ত্রিপুরা সীমান্তে ঢুকে আনলোডিং করার কথা রয়েছে৷ সীমান্তে দায়িত্বে থাকা কাস্টমস অফিসও তাতে সম্মতি দিয়েছে৷ কিন্তু কর্তব্যরত বিএসএফ তাতে বাধা দিচ্ছে৷ বিএসএফের এই বাধা দানকে সম্পূর্ণ অবৈধ বলে দাবি করেছেন আমদানিকারকরা৷ এ ধরনের অবৈধ বাধা দানের ফলে আমদানি রপ্তানি বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ বিভিন্ন পণ্য সামগ্রী সময় মতো আনলোডিং করতে না পারার কারণে গাড়িতে নষ্ট হয়ে যাচ্ছে৷ এর প্রতিবাদে আমদানি রপ্তানি বাণিজ্যে যুক্ত ব্যবসায়ীরা বৃহস্পতিবার মনু ল্যান্ড কাস্টম অফিসে তালা ঝুলিয়ে দিয়ে প্রতিবাদ বিক্ষোভে শামিল হন৷ এমনকি তারা থানা রোডে পথ অবরোধ করেন৷
অবরোধের খবর পেয়ে কৈলাশহর থানার পুলিশ অবরোধস্থলে ছুটে যায়৷ আন্দোলনকারীদের সঙ্গে তারা আলোচনা করেন৷ আমদানিকারী ব্যবসায়ীরা স্পষ্টভাবে জানিয়ে দেন বিএসএফ এভাবে অবৈধ বাধা দান থেকে বিরত না থাকলে তারা আরো বৃহত্তর আন্দোলনের শামিল হবেন৷ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা স্পষ্টভাবে জানান বিএসএফের মর্জিমাফিক কার্যকলাপে আমদানি রপ্তানি বাণিজ্য করা কোনভাবেই সম্ভব নয়৷ এর স্থায়ী সমাধান দাবি করেছেন তারা৷ অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে আমদানি রপ্তানি বাণিজ্যে যুক্ত ব্যবসায়ীরা বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে জানিয়েছেন৷ তারা জানান এই ব্যবসার দৌলতে বহু শ্রমিক জীবন জীবিকা নির্বাহ করতে সক্ষম হচ্ছেন৷ বিএসএফের অবৈধ বাধা দানের ফলে ব্যবসায়ীদের পাশাপাশি শ্রমিকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তারা জানান৷