নয়াদিল্লি, ২৭ জুলাই ( হি.স.) : তিহার জেলে অনশনরত জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্টের প্রধান ইয়াসিন মালিকের স্বাস্থ্যের অবনতির কারনে জেল প্রশাসন তাকে রাম মনোহর লোহিয়া (আরএমএল) হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার স্বাস্থ্যের পরীক্ষা করা হচ্ছে।
জেল সূত্র জানায গেছে, চিকিৎসকদের পরামর্শে তাকে জলের অভাব মেটাতে আইভি ফ্লুইডের ডোজ দেওয়া হয়। কাশ্মীর বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক তিহার জেলে গত পাঁচ দিন ধরে অনশন করছে। মালিক রুবাইয়া সাইদকে অপহরণের ঘটনায় জম্মু আদালতে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার অনুরোধ জানিয়েছিল, কিন্তু সরকারের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে অনশন শুরু করে। নিষিদ্ধ জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ) প্রধান মালিক শুক্রবার সকালে অনশন শুরু করেছিলেন। উল্লেখ্য, গত শুক্রবার সকাল থেকে কিছুই খাচ্ছিল না মালিক।