ঔষধের আড়ালে নেশার বাণিজ্য, দোকানে হানা প্রশাসনের

আগরতলা, ২৭ জুলাই (হি. স.) : ঔষধের ব্যবসার আড়ালে অবাধে চলছিল নেশা বাণিজ্য। স্থানীয় মানুষের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে ধরেছে পুলিশ। পশ্চিম ত্রিপুরা জেলায় সদর মহকুমায় এডিনগর থানাধীন ক্যাম্পের বাজার এলাকার শোভম মেডিকেল হল  ঔষধের দোকানের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগে জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই দোকানে ওষুধের ব্যবসার আড়ালে চলছিল নেশার ট্যাবলেট বিক্রির রমরমা বাণিজ্য। এই ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীর নাম সুদীপ পাল। বুধবার স্থানীয়দের খবরের ভিত্তিতে এডি থানার পুলিশ ওই ব্যবসায়ীকে হাতেনাতে ধরে ফেলেছে। এরপরই খবর দেওয়া হয়েছে ড্রাগস ইন্সপেক্টরকে। তিনি সদলবলে ওই ঔষধের দোকানে গিয়ে সমস্ত বিষয় খতিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

ড্রাগস ইন্সপেক্টরের বক্তব্য, সমস্ত ঔষধ ড্রাগসের আওতায় রয়েছে। কিন্তু সকল ড্রাগস ঔষধ নয়। এমনও ঔষধ রয়েছে, প্রয়োজনের থেকে বেশি ব্যবহারে নেশাদ্রব্যের মতোই কাজ করে, জানান তিনি। তিনি বলেন, ঔষধের ক্রয় এবং বিক্রয়ের হিসেব খতিয়ে দেখা হবে। দোকান মালিককে জবাবের জন্য সুযোগ দেওয়া হবে। এরপরই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে, জানান ড্রাগস ইন্সপেক্টর।এদিকে স্থানীয়দের বক্তব্য, বহুদিন ধরেই এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন দোকান মালিক। যার ফলে এলাকার যুবসমাজ নেশায় আসক্ত হচ্ছে। প্রশাসন ও দোকান মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক, দাবি স্থানীয় জনগণের। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *