নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.): আগামী ২৮ ও ২৯ জুলাই, অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার দুই রাজ্য সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে মোদী যাবেন গুজরাটে, এরপর যাবেন তামিলনাড়ুতে। দেশের দুই প্রান্তের দুই রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। যেমন একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী, এছাড়াও ৪৪ তম দাবা অলিম্পিয়াড ওপেনের সূচনা করবেন তিনি।
বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ গুজরাটের সবরকান্ঠার গাধোদা চৌকিতে সাবার ডেইরির একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। তারপরে প্রধানমন্ত্রী চেন্নাই ভ্রমণ করবেন এবং চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইন্ডোর স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা নাগাদ ৪৪ তম দাবা অলিম্পিয়াডের উদ্বোধন করবেন। শুক্রবার সকাল দশটা নাগাদ আন্না বিশ্ববিদ্যালয়ের ৪২ তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি গিফট সিটি পরিদর্শনের জন্য গান্ধীনগরে যাত্রা করবেন, সেখানে বিকেল চারটে নাগাদ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।