ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই।। দাবা জগতে বিশ্বের বৃহত্তম ক্রীড়াযজ্ঞ শুরু হতে যাচ্ছে আগামী ২৯ জুলাই থেকে। তামিলনাড়ুর চেন্নাইয়ের মহাবল্লীপুরমে ৪৪তম চেস অলিম্পিয়াড। ভারতে এবারই প্রথম এই বৃহত্তম আয়োজন। প্রস্তুতিপর্ব চূড়ান্ত। শেষ তুলির টানও সম্পন্ন। এখন শুধু আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষা। কাউন্ট ডাউন শুরু। সমগ্র বিশ্বের খ্যাতনামা তারকা দাবাড়ুরা বিশেষ করে গ্র্যান্ড মাস্টার, ইন্টারনেশনাল মাস্টার, ফিডে মাস্টার টাইটেল ধারী সবাই সামিল হচ্ছেন। সারা বিশ্বের ১৮৭ টি দেশ থেকে ন্যূনতম ৫ এবং সর্বাধিক ১০ জন করে দাবাড়ু এতে অংশ নিচ্ছেন। পুরুষ বিভাগে ১৮৬টি দেশ এবং মহিলা বিভাগে ১৬০টি দেশ দলগত প্রতিদ্বন্দ্বিতায় মনসংযোগ করবেন। পরিসংখ্যান অনুযায়ী পুরুষ দাবাড়ু ৯৩৭ জন এবং মহিলা দাবাড়ু ৭৯৯ জন এবারকার চেস অলিম্পিয়াডে অংশ নিচ্ছেন। আয়োজক দেশ ভারত হিসেবে একটু ব্যতিক্রম। পুরুষ ও মহিলা উভয় বিভাগে ১৫ জন করে ৩০ জন দাবাড়ু অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়া, আরবিটার কোচ ক্যাপ্টেন অফিসিয়াল ভলান্টিয়ার সহ প্রায় ৫ শতাধিক সংশ্লিষ্ট দাবারু ও ব্যক্তিবর্গ এতে জড়িত থাকবেন। ২৯ জুলাই থেকে শুরু হয়ে চেস অলিম্পিয়াড চলবে ৯ আগস্ট পর্যন্ত। প্রতিদিন এক রাউন্ড করে খেলা। মোট ১১ রাউন্ডের প্রতিযোগিতা। মাঝে শুধু ৪ আগস্ট বিরতি রয়েছে। টুর্নামেন্ট ডিরেক্টরের ভূমিকায় থাকছেন আন্তর্জাতিক অফিসিয়াল ভারত সিং চৌহান। চীফ আরবিটার হিসেবে থাকবেন ফ্রেড লরেন্ট। খেলার নিয়মে রয়েছে ৯০ মিনিট সময়ের মধ্যে ৪০ চালের খেলা। অতিরিক্ত হিসেবে আরও ৩০ মিনিট পাবে। তাতে প্রতি চালের জন্য ৩০ সেকেন্ড সময় পাবে। উল্লেখ্য, ভারতের হয়ে যারা খেলবে- গ্র্যান্ডমাস্টার বিদিত সন্তোষ গুজরাটি, হরিকৃষ্ণ পেন্তালা, ইরিগাইসি অর্জুন, নারায়নন এস.এল, শশীকরণ কৃষ্ণান, শারিন নিহিল, গোকেশ ডি, অধিবান বি, প্রজ্ঞানন্দ আর, সাধ্বনী রৌনক, সূর্য শেখর গাঙ্গুলী, সেথুরামন এস.পি, অভিজিৎ গুপ্ত, মুরলী কার্তিকেয়ন, অভিমন্যু পুরাণিক, কোনেরু হাম্পি, হরিকা দ্রুনাভল্লি; ইন্টারন্যাশনাল মাস্টার বৈশালী আর, তানিয়া সচদেব, ভক্তি কুলকার্নি, সৌম্যা স্বামীনাথন, পদ্মিনী রাউত, কারভাদে ঈশা; ওয়ার্ল্ড গ্র্যান্ড মাস্টার ভন্তিকা আগরওয়াল, গোমেজ ম্যারি এ্যন, দিব্যা দেশমুখ, প্রত্যুষা বোড়া, পি.ভি নন্দিধা; ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল মাস্টার শাহিথি ভর্শিনি ও বিশ্ব ভাসনাওয়ালা।
2022-07-27