Pm Modi: নিরাপত্তা হোক অথবা মানবিক চ্যালেঞ্জ, সিআরপিএফ-এর ভূমিকা সর্বদা প্রশংসনীয় : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.): সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর স্থাপনা দিবসে বাহিনীর সমস্ত জওয়ানদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা-বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, অদম্য সাহস ও বিশিষ্ট সেবার মাধ্যমে নিজেকে পৃথক করেছে সিআরপিএফ। নিরাপত্তা হোক অথবা মানবিক চ্যালেঞ্জ, সিআরপিএফ-এর ভূমিকা সর্বদা প্রশংসনীয়।

বুধবার, ২৭ জুলাই সিআরপিএফ-এর ৮৩ তম স্থাপনা দিবস। এদিন সকালে টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, “সমস্ত সিআরপিএফ জওয়ান ও তাঁদের পরিবারের সদস্যদের প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা। অদম্য সাহস ও বিশিষ্ট সেবার মাধ্যমে নিজেকে পৃথক করেছে সিআরপিএফ। নিরাপত্তা হোক অথবা মানবিক চ্যালেঞ্জ, এই বাহিনীর ভূমিকা সর্বদা প্রশংসনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *