নগাঁও (অসম), ২৬ জুলাই (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত জাজরির ন-ভেটি এলাকায় প্রকাশ্য দিবালোকে জনৈক গৃহস্থের বাড়িতে লুটপাট চালিয়ে লক্ষাধিক টাকার সম্পত্তি হাতিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রাপ্ত খবরে প্রকাশ, জাজরির ন-ভেটি এলাকার বাসিন্দা অবসরপ্ৰাপ্ত শিক্ষক-দম্পতি উমেশ বরুয়া এবং মীনা শইকিয়া বরুয়ার ঘরে আজ দুপুরের দকে সংগঠিত হয়েছে এই ঘটনা। ঘটনা সম্পর্কে ভুক্তভোগী অবসরপ্ৰাপ্ত শিক্ষক উমেশবাবু জানান, ঘটনার সময় তাঁরা বাড়িতে ছিলেন না। এই সুযোগক কাজে লাগিয়ে তাঁদের ঘরের পেছনের দরজা ভেঙে এবং জানালার রড বাঁকা করে ভিতরে ঢুকে দুষ্কৃতীরা। ঘরে ঢুকে তারা নির্বিবাদে বহু মূল্যবান সম্পত্তি নষ্ট করেছে। এছাড়া গদরেজের স্টিলের আলমিরা ভেঙে মোটা অঙ্কের টাকা, স্বর্ণালঙ্কার এবং মেখলা-চাদর সহ দামি বহু পোশাক নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীর দল। ঘটনা সম্পর্কে তিনি এবং তাঁর স্ত্রী যৌথভাবে জাজরি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে, জানান শিক্ষক উমেশ বরুয়া।