অনির্দিষ্টকালের জন্য জম্পুই হিলে রাস্তা অবরোধ ব্রু শরণার্থীদের

আগরতলা, ২৬ জুলাই৷৷  ব্রু শরণার্থীদের শাখা সংগঠনগুলির উদ্যোগে মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য জম্পুই হিলে রাস্তা অবরোধ করা হয়েছে৷ এদিন কাঞ্চনপুর থেকে হুমুনপুই সড়ক এবং আনন্দ নগর থেকে কাউনপুই সড়ক অবরোধ করে রাখা হয়৷

অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়৷ দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারন মানুষকে৷ অনেকটা সময় কেটে যাওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ আধিকারিকরা৷ যদিও পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ যারা পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করবে তাদের গ্রেপ্তার করা হবে বলেও জানিয়েছেন পুলিশ আধিকারিকরা৷ গ্রেপ্তারকৃতদের কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয়ে আটক করে রাখার ব্যবস্থা করেছে পুলিশ৷ ঘটনায় উত্তপ্ত এলাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *