ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই।। দাবা খেলার বিভিন্ন নতুন নিয়মাবলী। তা নিয়ে সেমিনার। মেট্রিক্স চেস আকাদেমির উদ্যোগে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় কৃষ্ণনগরস্থিত আকাদেমির অফিসবাড়িতে। ক্লাসিক্যাল রেটেড চেস ইভেন্টের বেশ কিছু নিয়মাবলি আছে। দাবাড়ুদের সেগুলি জানা খুব আবশ্যক। বর্তমানে রাজ্যে প্রচুর নতুন খেলোয়াড় উঠে এসেছে। তাদের কথা মাথায় রেখে মেট্রিক্স চেস একাডেমি বিশেষ সেমিনারের ব্যবস্থা করেছে। ১৩ আগষ্ট থেকে অপর্না দত্ত মেমেমোরিয়াল ফিডে রেটেড টুর্নামেন্ট শুরু হচ্ছে। ওই আসরকে সামনে রেখেই চেস কম্পিটিশন রুলস বিষয়ক সেমিনার হবে একাডেমিতে। আগ্রহী দাবাড়ু এবং অবিভাবকদের সেমিনারে যোগ দেওয়ার জন্য অনুরোধ করেছেন মেট্রিক্স চেস আকাদেমির কোচ কিরীটী দত্ত।
2022-07-25