ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই।। রাজ্য অনূর্ধ্ব-১১ দাবা প্রতিযোগিতা আগামীকাল। এন এস আর সি সি-র দাবা হলঘরে হবে আসর। রাজ্য দাবা সংস্থার উদ্যোগে। এবং ক্রীড়া পর্ষদের সহযোগিতায়। এবছর অনূর্ধ্ব-১১ আসরের বালক-বালিকা দুই বিভাগে প্রায় ৪০ জন দাবাড়ু অংশ নিয়েছে বলে রাজ্য দাবা সংস্থা সূত্রে জানা গেছে। আগামীকাল সকাল ৯টায় শুরু হবে প্রথম রাউন্ডের খেলা। মোট ৫ রাউন্ডে হবে আসর। এদিকে হরিয়ানায় এবছর অনুষ্ঠিত হবে জাতীয় অনূর্ধ্ব-১১ দাবা প্রতিযোগিতা। ২৯ অক্টোবর থেকে ৬ নভেম্বর। ওই আসরে অংশগ্রহণের জন্য রাজ্য আসর থেকে বাছাই করা হবে দাবাড়ুদের। রাজ্য আসরের উদ্যোক্তা কমিটির সচিব অভিজিৎ ঘোষ অংশ নেওয়া দাবাড়ুদের আগামীকাল সকাল সাড়ে ৮ টার মধ্যে রিপোর্ট করার জন্য অনুরোধ করেছেন। খেলা পরিচালনা করবেন অনুপম ভট্টাচার্য।
2022-07-25