নয়াদিল্লি, ২৫ জুলাই (হি.স.): বিরোধী সাংসদদের আচরণে ফের অসন্তোষ প্রকাশ করলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সোমবার লোকসভায় প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখানোর সময় বিরোধী সাংসদদের কাছে শান্তি বজায় রাখার আহ্বান লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি বলেন, সংসদ গণতন্ত্রের মন্দির, মর্যাদা রক্ষা করা সদস্যদের দায়িত্ব। স্পিকার জানিয়ে দিয়েছেন, যদি কোনও সদস্য সদনে প্ল্যাকার্ড নিয়ে আসেন তাহলে তাঁকে সদনের কার্যক্রমে অংশ নিতে দেওয়া হবে না।
সোমবার দুপুরে লোকসভার অধিবেশন শুরু হওয়ার পর মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি-সহ নানা ইস্যুতে স্লোগান দিতে থাকেন বিরোধীরা। হইহট্টগোলের জন্য ঠিকভাবে কাজ চালানো সম্ভব হচ্ছিল না। তখন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে বলেন, সদনে প্ল্যাকার্ড আনা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি সদস্যদের। আলোচনার জন্য সরকার সম্পূর্ণ প্রস্তুত। তিনি আরও বলেছেন, যদি কোনও সদস্য সদনে প্ল্যাকার্ড নিয়ে আসেন তাহলে তাঁকে সদনের কার্যক্রমে অংশ নিতে দেওয়া হবে না। এটি গণতন্ত্রের মন্দির, সংসদের মর্যাদা রক্ষা করা সদস্যদের দায়িত্ব। ওম বিড়লার আহ্বানে কেউ সাড়া দেননি, স্লোগান চলতেই থাকে। তাই বিকেল তিনটে অবধি লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।