জম্মুতে আত্মঘাতী বিএসএফ-এর এসআই, রাজস্থানের বাসিন্দা এই জওয়ান

জম্মু, ২৫ জুলাই (হি. স.) : জম্মু বর্ডার পোস্টে আত্মঘাতী হয়েছেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র একজন জওয়ান। সোমবার সকালে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে বর্ডার পোস্টে বিএসএফ-এর সাব-ইন্সপেক্টরের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। আত্মঘাতী ওই জওয়ানের নাম-রামদেব সিং। তাঁর বাড়ি রাজস্থানের সিকার জেলায়। কী কারণে আত্মঘাতী হয়েছেন ওই জওয়ান তা জানতে তদন্ত শুরু করেছে বিএসএফ।

সোমবার সকালে বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন সকাল ৬.৩৫ মিনিট নাগাদ একজন জুনিয়র পদমর্যাদার অফিসার তাঁর ঘরে যাওয়ার পর দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এসআই রামদেব সিং। পাশেই পড়েছিল তাঁর আগ্নেয়াস্ত্র। বিএসএফ-এর ১২ তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন তিনি এবং বিএসএফ-এর একটি প্লাটুনের কমান্ডিং ছিলেন। সন্দেহ করা হচ্ছে, সে নিজের সার্ভিস বন্দুক থেকে গুলি করে আত্মহত্যা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *