কৈলাসহর, ২৫ জুলাই৷৷ রাস্তার বেহাল অবস্থার ফলে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে৷ স্থানীয় পঞ্চায়েত সহ পূর্ত দপ্তরে জানানোর পরও কোনো ধরনের ভূমিকা না দেখায় উত্তেজিত গ্রামবাসীরা টায়ার পুড়িয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে সোমবার৷ ঘটনা কৈলাসহরের চন্ডীপুর ব্লকের অধীনে সমরুরপাড় গ্রাম পঞ্চায়েত এলাকায়৷
সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের একটি মাত্র ইট সলিং রাস্তার উপর পুরো তিন নং ওয়ার্ডের মানুষরা নির্ভরশীল৷ এই রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে৷ অবরোধের খবর পেয়ে ডি ডব্লিউ এস দপ্তরের আধিকারিক, পূর্ত দপ্তরের আধিকারিক, মহকুমাশাসকের অফিস থেকে এক ডেপুটি মেজিস্ট্রেট এসে আন্দোলনকারীদের সাথে কথা বলে জানান যে, আজকে এই রাস্তার উপর দিয়ে চলাচলের জন্য প্রাথমিকভাবে কাজ শুরু হবে এবং আগামী দূর্গা পুজোর আগেই এই রাস্তার কাজ ভালো করে সংস্কার করে স্থায়ী ভাবে এর সমাধান করা হবে৷ এই আশ্বাস পাবার পর অবরোধকারীরা বিকেল সাড়ে তিনটায় অবরোধ প্রত্যাহার করে নেয়৷

