ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই।। অপরাজিত চ্যাম্পিয়ন হলো মেট্রিক্স চেস আকাদেমির মেহেকদ্বীপ গোপ এবং আরাধ্যা দাস। রাজ্য অনূর্ধ্ব-৯ দাবা প্রতিযোগিতায়। রাজ্য দাবা সংস্থার উদ্যোগে রবিবার নেতাজি সুভাষ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের দাবা হলঘরে হয় আসর। তাতে বালক বিভাগে ২৪ জন এবং বালিকা বিভাগে অংশ নেয় ১০ জন দাবাড়ু। বালক বিভাগে প্রত্যাশিতভাবেই অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মেহেকদ্বীপ গোপ। খেতাব নির্ণায়ক ম্যাচে মেহেকদ্বীপ পরাজিত করে রুদ্রনীল দেবনাথকে। ৪ পয়েন্ট নিয়ে ৩ জন থাকে দ্বিতীয় স্থানে। পরে ভোকসলসে দ্বিতীয় রুদ্রনীল, তৃতীয় মেট্রিক্স চেস আকাদেমির রুদ্র মজুমদার, চতুর্থ মেট্রিক্স চেস আকাদেমির প্রাঞ্জল দেবনাথ হয়। সাড়ে ৩ পয়েন্ট নিয়ে পঞ্চম নিশান্ত দাস এবং ষষ্ঠ মেট্রিক্স চেস আকাদেমির উদয়পুর শাখার তমজিৎ সাহা।বালিকা বিভাগে শীর্ষবাছাই অরাধ্যা দাস অনেকটা অনায়াসেই খেতাব জয় করে নেয়। অনূর্ধ্ব-৮ বিভাগের পর অনূর্ধ্ব-৯ বিভাগেও সেরার খেতাব ধরে রাখে আরাধ্যা। ৪ রাউন্ডে পুরো ৪ পয়েন্ট পেয়ে। ৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলো অঙ্কিতা সরকার, মেট্রিক্স চেস আকাদেমির নাভ্যা দে এবং মেট্রিক্স চেস আকাদেমি উদয়পুর শাখার স্বস্তিরূপা শীল। শেষে ভোকলসে দ্বিতীয় থেকে চতুর্থ স্থান ঠিক করা হয়। এতে দ্বিতীয় অঙ্কিতা, তৃতীয় নাভ্যা এবং চতুর্থ হয় স্বস্তিরূপা। খেলা পরিচালনা করেন অনুপম ভট্টাচার্য। মঙ্গলবার হবে অনূর্ধ্ব-১১ বিভাগের রাজ্য আসর। উদ্যোক্তা কমিটির সচিব অভিজিৎ ঘোষ জানান, আরও কয়েকটা আসর শেষ হওয়ার পর হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হবে। ওই অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে প্রথম ৪ স্থানাধিকারী দাবাড়ুকে পুরস্কৃত করা হবে।
2022-07-24

