Tripura:স্বাধীনতা দিবসকে বানচাল করতে পাহাড়ে জঙ্গী আনাগোনা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৪ জুলাই৷৷ পাহাড়ে বারুদের গন্ধ৷ লক্ষ্য স্বাধীনতা দিবসকে বানচাল করা৷ আসন্ন স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে নিষিদ্ধ এন এল এফ টি জঙ্গি গোষ্ঠীর চারজনের একটি দল আগ্ণেয় অস্ত্র একে ৪৭ এবং পিস্তল নিয়ে অনুপ্রবেশ এবং আনাগোনা পাহাড়ের জঙ্গল পথে৷ জঙ্গি দলটির টার্গেট ত্রিপুরা রাজ্য পুলিশ এবং সিকিউরিটি ফোর্স৷ ঘটনা খোয়াই জেলা এবং ধলাই জেলার  জঙ্গলে৷ গোয়েন্দা সূত্রের খবর, কিছুদিন পূর্বে বাংলাদেশ থেকে কাটাতারের বেড়া অতিক্রম করে মণিপুর হয়ে ত্রিপুরার মাটিতে  অনুপ্রবেশ করেছে নিষিদ্ধ এনএলএফটি জঙ্গি গোষ্ঠীর চারজনের একটি জঙ্গি দল আগ্ণেয় অস্ত্র নিয়ে৷ স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে নিষিদ্ধ এন এল এফ টি জঙ্গি দলের চারজনের একটি দল জঙ্গলে ঘোরাফেরা করছে৷ চলতি মাসের ২১ তারিখ ধলাই জেলার এম কে পাড়া এবং উদয় সিং পাড়াতে সকাল বেলায় দেখা গিয়েছিল অস্ত্র নিয়ে দলটিকে ঘোড়াপাড়া করতে৷ গঙ্গানগর থানাধীন শান্তিরাম পাড়াতে চলতি মাসের ২২ তারিখ ফের একবার আগ্ণেয়াস্ত্র নিয়ে ঘুরাফারা করতে দেখা গিয়েছে নিষিদ্ধ এনএলএফটি জঙ্গি গোষ্ঠীর চারজন জঙ্গিকে৷ সূত্রে আরো জানা যায়, চারজনের এই জঙ্গি দলটি বিক্রম বাহাদুর জমাতিয়ার নেতৃত্বে স্বাধীনতা দিবসের লক্ষ্যে এগুচ্ছে পাহাড় পথে৷ চারজন জঙ্গিদের মধ্যে দুজনের হাতে রয়েছে আগ্ণেয় অস্ত্র একে-৪৭ এবং অন্য দুজনের হাতে রয়েছে পিস্তল৷ আরো জানা যায়, চারজনের মধ্যে দুজন নিষিদ্ধ এন এল এফ টির সক্রিয় সদস্য৷ আর বাকি দুজন এলাকাবাসী পিস্তল নিয়ে দুজনকে সাহায্য করছে৷ আরো জানা গিয়েছে, বর্তমানে ওই জঙ্গি দলটি গঙ্গানগর থানাধীন বাতা বাড়িতে অবস্থান করছে গোয়েন্দা সূত্রে আরো জানা গিয়েছে, জঙ্গি দলটি কাকড়া ছাড়া,নোনা ছড়া এবং  তৈদু এলাকায় দিকে আসার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে৷ দলটির টার্গেট স্বাধীনতা দিবসের পূর্বে ত্রিপুরা পুলিশ এবং সিকিউরিটি ফোর্সের উপর আক্রমণ করা৷ এদিকে ত্রিপুরা পুলিশ এবং টিএসআর জওয়ানরা অভিযানে বেরিয়ে পড়েছে৷ জোরদার তল্লাশি চালিয়ে যাচ্ছে বলে খবর পাহাড় জঙ্গলে এবং জনবসতি এলাকাগুলিতে৷ পুলিশ এবং টি এস আর জওয়ানরা বিভিন্ন গ্রুপ করে জঙ্গলে তল্লাশি চালিয়ে যাচ্ছে দিনরাত৷
রবিবার ডি আই জি কেরি মারাক, খোয়াই জেলার এস পি এবং টিএসআর ৬ এবং ১২ নং ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শুরু হয় তেলিয়ামোড়া চাকমাঘাটস্থিত টি এস আর ক্যাম্পে৷ এদিকে মুঙ্গিয়াকামি,গঙ্গানগর থানার অধীনে থাকা বিভিন্ন জন বসতি এবং জঙ্গলে  মোতায়েন করা হয়েছে প্রচুর পরিমাণে টিএসআর জোওয়ান৷ দিনরাত ২৪ ঘন্টা চালিয়ে যাচ্ছে চিরুনি তল্লাশি৷ কোন প্রকার খামতি রাখতে চাইছে না স্বরাষ্ট্র দপ্তর৷