কলকাতা, ২৪ জুলাই ( হি.স.) : অবশেষে দক্ষিণবঙ্গের তিন জেলাতে ‘ভারী’ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। প্রতিদিন বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। খাতায় কলমে বর্ষাকাল হলেও বৃষ্টির দেখা নেই। উত্তরবঙ্গ ভারী বৃষ্টি পেলেও দক্ষিণবঙ্গের সেই ‘সৌভাগ্য’ এই মরশুমে হয়নি। বৃষ্টিপাতের ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশ। এই পরিস্থিতিতে রীতিমতো চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ। শেষমেশ দক্ষিণবঙ্গবাসীর জন্য সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। জানা যাচ্ছে, তিন জেলায় এদিন অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সপ্তাহের শেষে চারটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি হল- উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর। এর মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তাপমাত্রারও বিশেষ পরিবর্তন ঘটবে না। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস এবং এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টিপাত হয়েছে ৩ মিলিমিটার। কলকাতায় তাপমাত্রা বৃদ্ধিরও সেভাবে সম্ভাবনা নেই। তবে আপেক্ষিক আর্দ্রতার জন্য অস্বস্তি বাড়বে।