ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই।। দুরন্ত জয় পেয়েছে রাজারবাগ প্লে সেন্টার। পরপর দুই ম্যাচে হেরে অনেকটাই পিছিয়ে কিল্লা বরক কোচিং সেন্টার। কর্তৃত্বপূর্ণ ম্যাচে ৬৪ রানের বড় ব্যবধানেই জিতলো সদ্য সিনিয়র ক্রিকেটে মহকুমার সেরা দল রাজারবাগ প্লে সেন্টার। পরাজিত করে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে বাধ্য করছে কিল্লা বরক কোচিং সেন্টারকে। উদয়পুর ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র টি-২০ ক্রিকেটে। জামজুরি মাঠে শনিবার উত্তেজনাপূর্ণ ম্যাচে রাজারবাগ প্লে সেন্টার ৬৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে কিল্লা বরক কোচিং সেন্টারকে। এদিন সকালে টসে জয়লাভ করে কিল্লা বড় কোচিং সেন্টার প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার দুই বল বাকি থাকতে সবকটি উইকেট হারিয়ে রাজারবাগ প্লে সেন্টার ১৪৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে প্রদীপ দাসের অনবদ্য ৫৬ রান যথেষ্ট উল্লেখযোগ্য। প্রদীপ ৩৮ বল খেলে দুটি বাউন্ডারি ও সাতটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫৬ রান সংগ্রহ করে। এছাড়া, তন্ময় ঘোষের ২৮ রান এবং সৌরভ দাসের ২৬ রান দলের জন্য ভালোই যোগান দিয়েছে। সৌরভ ১৩ বল খেলে একটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাতিয়ে ২৬ রান পায়। তন্ময় ২৬ বল খেলে চারটি বাউন্ডারি মেরে ২৮ রান সংগ্রহ করে। কিল্লা বরক কোচিং সেন্টারের পক্ষে কিশোর জমাতিয়া (৪/২০) এবং অজিত জমাকিয়া (৩/১৯) সফল বোলার। এছাড়া, সরল কুমার জমাতিয়া, দেবভক্ত জমাতিয়া ও রাম জমাতিয়া প্রত্যেকে পেয়েছে একটি করে উইকেট। জবাবে খেলতে নেমে কিল্লা বরক শূন্য রানে প্রথম উইকেট এবং ১৪ রানের মধ্যে আরও তিন উইকেট হারিয়ে নিজেদের অবস্থা সঙ্গীন করে তুলে। রাজারবাগের ৭ জন বোলারের সম্মিলিত চাপে কিল্লা বরক স্বাভাবিক খেলার ছন্দ হারিয়ে ফেলে ১৬ ওভারে ৮৪ রান সংগ্রহ করে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে রাম জমাতিয়ার ২৬ রান, আনন্দ দেববর্মার ১৫ রান উল্লেখ করার মতো হলেও শেষ পর্যন্ত ৮৪-তেই থামতে হয়। অতিরিক্ত খাতে ১৬ রান তাদের কিছুটা সহযোগিতা করেছিল। রাজারবাগের করণ দে (৩/২৭), কাশেম মিয়া (২/৪) ও সৌরভ দাস (২/৬) সফল বোলার। এছাড়া, দেবব্রত পাল, বাসু দাস, কৃতিদীপ্ত দাস প্রত্যেকে পেয়েছে একটি করে উইকেট। অনবদ্য ব্যাটিং এবং অর্ধশতাধিক রান সংগ্রহের সুবাদে প্রদীপ দাস পেয়েছে ম্যান অফ দ্য ম্যাচের খেতাব। দিনের খেলা: রাজারবাগ প্লে সেন্টার বনাম বিবেক সংঘ।
2022-07-23

