নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): সংসদের সেন্ট্রাল হলে আগামী সোমবার, ২৫ জুলাই নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে এখন প্রস্তুতি তুঙ্গে। এই শপথ গ্রহণের জন্য কর্মী ও প্রশিক্ষণ দফতর কেন্দ্রীয় সরকারের বেশ কিছু অফিস সেদিন আংশিক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। অনুষ্ঠান চলাকালীন নতুন সংসদ ভবন নির্মাণের কাজও স্থগিত রাখতে বলা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে রাষ্ট্রপতি ভবন সংলগ্ন ৩০টি অফিস ও ভবন ২৫ জুলাই ভোর ছ’টার মধ্যে খালি করে দিতে বলা হয়েছে। এর মধ্যে আছে নর্থ ও সাউথ ব্লক, রেল ভবন, কৃষি ভবন, সংসদ ভবন আকাশবাণী ভবন। ওই দিন বেলা দু’টো পর্যন্ত এই দফতর গুলি বন্ধ থাকবে। নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের আগে সংসদের সেন্ট্রাল হলেই শনিবার বিকেলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে বিদায় সম্বর্ধনা জানানো হবে। রবিবার বিদায়ী রাষ্ট্রপতি জাতির উদ্দেশে ভাষণ দেবেন।