নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ আবারো বৃদ্ধি পেয়েছে করোনা ভাইরাসের প্রভাব৷ আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে৷ এই অবস্থায় মাস্ক ব্যবহারকে পুনরায় বাধ্যতামূলক করা হয়েছে রাজ্যে৷ শনিবার এই উদ্যোগে রাজধানীর বিভিন্ন জায়গায় প্রশাসনিক আধিকারিকদের সচেতনতামূলক কর্মসূচি পালন করতে দেখা যায়৷ এদিন পুলিশ আধিকারিকরা জানান রাজ্যের মধ্যে করোনার প্রভাব বৃদ্ধি পেলেও মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে৷ কিছু কিছু মানুষ মাস্ক পড়ছেন৷ আবার অনেকে এড়িয়েও যাচ্ছে৷ মূলত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এদিন পুলিশ আধিকারিকরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছেন৷ যাদের মাস্ক নেই তাদের হাতে তুলে দেওয়া হয়েছে মাস্ক৷ এদিন কোন জরিমানা আদায় করা হয়নি বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক৷ শুধুমাত্র সচেতনতার লক্ষ্যে এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি৷
2022-07-23