Manik Saha:করোনা মুক্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৩ জুলাই (হি. স.) : করোনা মুক্ত হয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। তাঁর আরটিপিসিআর টেস্টে করোনা পজেটিভ ধরা পড়েছিল। কিন্তু তাঁর শরীরে কোনও ধরনের উপসর্গ ছিল না। আজ মুখ্যমন্ত্রীর পুনরায় আরটিপিসিআর টেস্ট হয়েছে। আরটিপিসিআর টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।

প্রসঙ্গত, গত ২০ জুলাই ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা করোনা আক্রান্ত হয়েছিলেন। তিনি টুইট করে জানিয়েছিলেন, তাঁর করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে, তাঁর শরীরে কোন উপসর্গ নেই এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।আজ স্বাস্থ্য দফতর থেকে মিডিয়া বুলেটিনে মুখ্যমন্ত্রীর করোনা মুক্ত হওয়ার সংবাদ দেওয়ার সাথে জানিয়েছে তাঁর শরীর সম্পূর্ণ সুস্থ এবং তিনি স্বাভাবিক কাজকর্ম করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *