Tennis:ক্রীড়ার মানোন্নয়নে পর্ষদ সচিবের গুরুত্বারোপ টেনিসের জাতীয় কর্মশালার সমাপ্তি আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই।। টেনিসে জাতীয় স্তরের অফিসিয়েটিং কর্মশালা শুরু হয়েছে। দু’দিনব্যাপী লেভেল ওয়ান স্কুল ওয়ার্কশপ শেষ হবে আগামীকাল। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের সৌজন্যে এবং ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মশালা আজ, শনিবার সকাল দশটায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব অমিত রক্ষিত এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে তিনি ক্রীড়ার মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে এ ধরনের টুর্নামেন্ট ও কর্মশালার যথেষ্ট গুরুত্ব রয়েছে বলে ব্যক্ত করেন। উদ্যোক্তাদের তিনি ভূয়ষী প্রশংসা করে কর্মশালার সাফল্য কামনা করেছেন। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে সিআরপিএফ ডিআইজি বিজয় কুমার, ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি প্রণব চৌধুরী, কোষাধ্যক্ষ বিধান রায়, সহ-সম্পাদক অরূপ রতন সাহা, মৃন্ময় সেনগুপ্ত সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। স্বাগত ভাষণ রাখেন ত্রিপুরা টেনিস সংস্থার সাধারণ সম্পাদক সুজিত রায়। ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের নির্বাচিত টিউটর অভিষেক মুখার্জি কর্মশালায় প্রধান আলোচক হিসেবে নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য, এই কর্মশালায় তামিলনাড়ুর কোট্টেশ্বরন সেল্ভারাজ, উত্তরপ্রদেশের গোবিন্দ মৌর্য, সমিত কেশরী ও প্রখর রাজ গুপ্ত, ঝাড়খণ্ডের চন্দ্রশেখর কুমার, সৃষ্টি শিখা, বিপুল কুমার, কর্নাটকের বিনয় বি.সি, মহারাষ্ট্রের দক্ষতা প্যাটেল ও মিহির নিম্বলকার, ছত্তিশগড়ের চিরাগ দেশমুখ, তেলেঙ্গানার কৌশিক কুমার রেড্ডি, হরিয়ানার ভারত, পশ্চিমবঙ্গের আনন্দ শংকর শাহ, পিন্টু মন্ডল, করণ সিং, মনোজ সিং; ত্রিপুরার অবিনাশ সাহা ও চিন্ময় দেববর্মা প্রতিনিধি হিসেবে অংশ নেন। আগামীকাল রবিবার বিকেল পাঁচটায় কর্মশালার সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *