কলকাতা, ২৩ জুলাই (হি. স.) : পার্থ চট্টোপাধ্যায়ের ব্যাপারে দুর্নীতির দ্রুত তদন্তের দাবি করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)।
শনিবার সংগঠনের দক্ষিণবঙ্গ প্রদেশের রাজ্য সম্পাদক সঙ্গীত ভট্টাচার্য এক বিবৃতিতে জানিয়েছেন, “আমাদের শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে বিকাশ ভবন অভিযানে জল কামান, পুলিশি লাঠিচার্জ করা আন্দোলনকে যেমন রোখা যায়নি, তেমনি বিদ্যার্থী পরিষদের কার্মকর্তারা রাজ্যের গরীব, বেকার ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য লড়াই চালিয়ে গেছে এবং এই দীর্ঘ আন্দোলনে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতিবাজদের গ্রেপ্তারের দাবিও রেখেছে। তার ফলস্বরূপ পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের চাকরি বরখাস্ত ও সম্পূর্ণ বেতন ফেরত দেওয়া থেকে আজ ইডি দ্বারা পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার ও বিপুল অর্থ বাজেয়াপ্ত হল। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রাষ্ট্রায়ত্ত সংস্থাকে অসংখ্য ধন্যবাদ জানায় তাদের পদক্ষেপের জন্য এবং অনুরোধ জানায় যেন এই তদন্ত দ্রুত শেষ করে। সমস্ত দোষীদের গ্রেপ্তার করার মাধ্যমে কলকাতার রাজপথে ৪৯৬ দিন ধরে পোড়ে থাকা মেধাবী চাকরিপ্রার্থীদের যেন সঠিক বিচার পায় তা সুনিশ্চিত করা পূর্বতন শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রী মাননীয় পার্থ চট্টোপাধ্যায় মহাশয়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জি মহাশয়ার বাড়ি থেকে অশোক স্তম্ভ চিহ্নিত ওয়েস্ট বেঙ্গল হাই সেকেন্ডারি এডুকেশনের প্যাকেটে কোটি কোটি টাকা কি করে এবং কার পরামর্শে ও কার সাহসে এলো মাননীয় মুখ্যমন্ত্রী জনগণকে তার সদুত্তর দেবেন এই দাবি জানাই।
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দক্ষিণবঙ্গের পক্ষ থেকে আগামীকাল কলকাতা তথা জেলায় জেলায় এই দুর্নীতির বিরুদ্ধে পুনরায় পথে নামবে। যতদিন এই তদন্ত সম্পন্ন না হয়ে সব দোষীরা শাস্তি না পাবে আন্দোলন চলতে থাকৰে।”

