New Delhi Railway Station Gang Rape Case: নিউদিল্লি রেল স্টেশনে গণধর্ষণের ঘটনায় ধৃত ৪, সকলেই রেলের কর্মী

নয়াদিল্লি, ২৩ জুলাই (হি. স.): নিউদিল্লি রেল স্টেশনে বছর ৩০-এর যুবতীকে গণধর্ষণের ঘটনায় ৪ জন অভিযুক্তকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। ধৃত সকলেই রেলের কর্মী এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে কর্মরত ছিল। গত বৃহস্পতিবার রাতে নিউদিল্লি রেল স্টেশনের ৮-৯ প্লাটফর্মে ইলেকট্রিক্যাল মেন্টেনেইন্স স্টাফ হাটে গণধর্ষণের শিকার হন বছর ৩০-এর এক যুবতী।

সেই গণধর্ষণের ঘটনায় ৪ জন রেল কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে শনিবার জানিয়েছেন রেলের ডিসিপি হরেন্দ্র সিং। তিনি জানিয়েছেন, ধৃত সকলেই রেলের কর্মী। ধৃত ৪ জনের মধ্যে দু”জন ধর্ষণে অভিযুক্ত, বাকি দু”জন ঘৃণ্য কাজে সহায়তা করেছিল বলে জানতে পেরেছে পুলিশ। শুক্রবার ভোররাত ২.২৭ মিনিট নাগাদ একটি ফোন পায় দিল্লি পুলিশ, পুলিশকে ওই যুবতী জানান নিউদিল্লি রেল স্টেশনের ৮-৯ প্লাটফর্মে রয়েছেন।
বিগত কয়েক বছর ধরে স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন ওই যুবতী, বিবাহ বিচ্ছেদের মামলাও চলছে। দুই বছর আগে এক অভিযুক্তের সঙ্গে তাঁর পরিচয় হয়।

রেলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল অভিযুক্ত। তাঁদের মধ্যে প্রায়ই ফোনে কথা হত। ২১ জুলাই জন্মদিনের পার্টিতে যোগ দেওয়ার জন্য যুবতীকে আমন্ত্রণ জানায় সে। আমন্ত্রণ পেয়ে রাত ১০.৩০ মিনিট নাগাদ কীর্তি নগর মেট্রো স্টেশনে পৌঁছয় সে। সেখান থেকে তাঁকে নিউদিল্লি রেল স্টেশনের ৮-৯ নম্বর প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া হয়। সেখানেই যুবতীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *