কলম্বো, ২২ জুলাই (হি.স.): টানা অচলাবস্থা ও অশান্তির মাঝে শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। বিরোধীদের টেক্কা দিয়ে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন রনিল বিক্রমাসিঙঘে। এরপর শুক্রবার শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানের আগে বিশাল সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। আন্দোলনকারীদের হটিয়ে শান্ত করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। আর সেই সময়েই নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দীনেশ গুণবর্ধনে। এর আগে সে দেশের শিক্ষামন্ত্রী ও বিদেশমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। গত এপ্রিল মাসে প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব দেয়। শুক্রবার সকালে কলম্বোর ফ্লাওয়ার রোডে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন দীনেশ গুণবর্ধনে। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্ৰমাসিঙ্ঘেও।
এদিকে, শ্রীলঙ্কার নয়া প্রেসিডেন্ট শপথ নেওয়ার পর যাতে নতুন করে অশান্তি না ছড়ায়, তার জন্য তৎপর সিংহলী সেনা বাহিনী। কলম্বোয় সরকার বিরোধী বিক্ষোভকারীদের যে শিবির রয়েছে, শুক্রবার ভোররাতে সেখান তল্লাশি চালায় সেনাবাহিনী। সিংহলী সেনা বাহিনী যাতে বিক্ষোভকারীদের শিবিরে প্রবেশ করতে না পারে, তার জন্য তাদের বাধা দেওয়া হয়। ওই সময়ই শ্রীলঙ্কার সেনা কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। যার জেরে পরপর ৫০ জন আহত হন বলে জানা গিয়েছে। বেশ কয়েকজন সাংবাদিকও আহত হন। নিরাপত্তা রক্ষীদের প্রহারের জেরেই ওই সাংবাদিকরা আহত হন। তাঁদের মধ্যে দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

