Sonia Gandhi:সোনিয়া গান্ধীকে ইডি-র তলব, আজ ফের কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা, ২২ জুলাই : কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্র দ্বারা ইডির তলবের বিরুদ্ধে সদর জেলা কমিটির উদ্যোগে পোস্ট অফিস চৌমুহনীস্থিত কংগ্রেস ভবনের সামনে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে আজ।

এদিনের এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পিসিসি সভাপতি বীরজিত সিনহা, কংগ্রেস নেত্রী জরিতা লাইটফ্রাং সহ অন্যান্য কংগ্রেস নেতাকর্মী। সোনিয়া গান্ধীকে ইডি দপ্তরে তলব করার পর থেকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করছে কংগ্রেস দল। শুক্রবার ফের একবার সামিল হয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।

এদিনের এই বিক্ষোভে উপস্থিত বীরজিত সিনহা বলেন, বর্তমান সরকার প্রতিনিয়ত বিরোধীদের উপর আক্রমন চালিয়ে যাচ্ছে। এর প্রতিবাদেই এই বিক্ষোভ কর্মসূচি। তিনি বলেন , এই ভাবে কংগ্রেস কে দমিয়ে রাখা যাবে না। বিভিন্ন জায়গায় কংগ্রেস কর্মীদের উপর আক্রমন অব্যাহত বলেও অভিযোগ জানিয়েছেন তিনি।কংগ্রেস দলের দলীয় কার্যালয় এমনকি কংগ্রেস কর্মীদের উপর আক্রমন চালানো হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি। এর বিরুদ্ধে কংগ্রেস দল আন্দোলন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *