ঢাকা, ২২ জুলাই (হি.স.) : মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের জাতীয় পতাকাকে বিকৃত করে ছবি প্রকাশের ধৃষ্টতা দেখিয়েছে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন। পাকিস্তানের পতাকার সাথে বাংলাদেশের পতাকা জুড়ে দিয়ে বিকৃত এ ছবি পাকিস্তানি হাইকমিশন তাদের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেছে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পাকিস্তানি হাইকমিশনের বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড নিয়ে বহুবার অভিযোগ উঠলেও তেমন কোন পদক্ষেপ না নেওয়ায় এমন ঘটনা বার বার ঘটছে বলে মনে করা হচ্ছে।
এদিকে, পাকিস্তান হাইকমিশন তাদের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের জাতীয় পতাকাকে বিকৃত করে অবমাননা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ লিপিতে সংগঠনটি নিন্দা প্রকাশ করে।
প্রতিবাদ লিপিতে বলা হয়, মহান মুক্তিযুদ্ধে গণহত্যা ও গণধর্ষণে জড়িত পাকিস্তান নামক কুলাঙ্গার রাষ্ট্রের ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন কর্তৃক তাদের অফিশিয়াল ফেসবুক পেজে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের জাতীয় পতাকাকে বিকৃত করে অবমাননা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। সরকারের নিকট দাবি, অবিলম্বে পাকিস্তান হাইকমিশনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচী ঘোষণা করবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
2022-07-22