পাটনা-দিল্লি বিমানে তল্লাশিতে মিলল না কিছুই, পুলিশের হাতে ওই যাত্রী

পাটনা, ২২ জুলাই (হি.স.): ব্যাগের মধ্যে বোমা রয়েছে, ইন্ডিগোর এক বিমান যাত্রী এমন দাবি করার পরপরই তা নিয়ে শোরগোল ছড়ায়। এরপর পাটনা থেকে দিল্লিগামী ইন্ডিগোর ওই বিমানটিকে তড়িঘড়ি পাটনা বিমানবন্দরে নামানো হয়। ওই বিমানে তল্লাশি চালানোর পর কিছুই পাওয়া যায়নি, শুক্রবার পাটনা বিমানবন্দরের ডিরেক্টর এমনটাই জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে দিল্লিগামী ইন্ডিগোর একটি বিমানের যাত্রী দাবি করেন, তাঁর ব্যাগের মধ্যে বোমা রাখা রয়েছে। এরপর সেই বিমানটিকে পাটনায় নামানো হয়। ঘটনার জেরে সঙ্গে সঙ্গে সঙ্গে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হলেও, ওই যাত্রীর ব্যাগ থেকে কোনও বোমা মেলেনি। ওই ঘটনার পরপরই সংশ্লিষ্ট যাত্রীকে আটক করা হয়। কী কারণে ওই যাত্রী এমন দাবি করেন, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। পাটনা বিমানবন্দরের ডিরেক্টর এদিন জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে ইন্ডিগো এয়ারলাইন্স থেকে একটি ফোনকল পেয়েছিল সিআইএসএফ কন্ট্রোল রুম, একজন যাত্রী পাটনা-দিল্লি ফ্লাইটে বোমা থাকার কথা উল্লেখ করে। তল্লাশিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ওই যাত্রীকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে।