নয়াদিল্লি, ২২ জুলাই ( হি.স.) : মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে হতাশ মার্গারেট আলভা। বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী প্রবীণ কংগ্রেস নেত্রী শুক্রবার টুইট করে বলেন, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোটদানে বিরত থাকার সিদ্ধান্তে তিনি হতাশ।
তৃণমূলনেত্রী মমতার প্রাক্তন সহকর্মী তথা কেন্দ্রীয় মন্ত্রী আলভা বলেছেন, কী হয়েছে, কেন হয়েছে, কী হওয়া উচিত ছিল— এই ভাবনার সময় এটা নয়। এখন ভাবমূর্তি রক্ষা কিংবা রাগ দেখানোরও অবকাশ নেই। এখন সকলের সম্মিলিত ঐক্য, সংহতি ও দৃঢ়তার সঙ্গে লড়াইয়ের সময়। মান-অভিমান, রাগারাগি দূরে সরিয়ে মিলিত হওয়ার সময়। রাজস্থানের প্রাক্তন রাজ্যপাল আলভা টুইটে মমতাকে অনুরোধ করেছেন, আমি বিশ্বাস করি, যাঁকে গোটা দেশ সাহসের প্রতীক বলে জানে, তিনি নিশ্চয়ই শেষমেশ বিরোধীদের পাশে দাঁড়াবেন।
এদিনই সকালে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গে বলেন, কেন তৃণমূল আচমকা এই সিদ্ধান্ত নিল, আমরা তার পিছনের কারণ খুঁজতে চেষ্টা করছি। আমরা চাই বিরোধীরা ঐক্যবদ্ধ থাকুক। তৃণমূল যতই দাবি করুক, তাদের সিদ্ধাম্তে বিরোধী ঐক্যে ফাটল ধরবে না, এতে ওই ঐক্যে যে চিড় ধরবে, তা বলাই বাহুল্য।