আগরতলা, ২২ জুলাই (হি. স.) : মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দিলেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আজ তিনি সস্ত্রীক গোমতী ত্রিপুরা জেলায় উদয়পুরে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিয়েছেন। এরপর তিনি সিপাহিজলা অভয়ারণ্য ঘুরে দেখেছেন। চশমা বানর দেখে তিনি প্রচন্ড উত্ফুল্ল হয়েছেন। গতকাল সন্ধ্যায় ত্রিপুরা সফরে এসে আজ তিনি দিল্লি ফিরে গেছেন।
শুক্রবার সকালে ৫১ পীঠের একপিঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিতে আসেন সস্ত্রীক মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁকে মাতাবাড়িতে স্বাগত জানান ত্রিপুরার কৃষি, পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মাতিবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ সহ বিজেপি গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায়, ৩১ আর কে পুর মন্ডলের সভাপতি প্রবীর দাস সহ অন্যান্যরা।
মধ্যপ্রদেশ সহ ভারতের জনগণের মঙ্গল কামনা করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এদিন তাঁর সফরকে ঘিরে মাতাবাড়িতে নিরাপত্তা ব্যবস্থা ছিলো বেশ আঁটোসাটো।
মাতাবাড়ি থেকে বেরিয়ে তিনি সিপাহিজলা অভয়ারণ্যে যান। সেখানে তিনি সমস্ত জীব-জন্তুদের দেখেন। চশমা বানর দেখে তিনি ভীষণ উত্ফুল্ল হয়েছেন বলে জানিয়েছেন কৃষি মন্ত্রী প্রণজিত সিংহ রায়। আগরতলায় ফিরে আজকেই তিনি দিল্লির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। কৃষি মন্ত্রী জানিয়েছেন, মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যেই মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রীর এই ত্রিপুরা সফর।