আগরতলা, ২২ জুলাই : চার দফা দাবি দাবির ভিত্তিতে শিক্ষা দপ্তরের আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করল অল ইন্ডিয়া ডিএসও। এদিনের এই ডেপুটেশনে উপস্থিত অল ইন্ডিয়া ডি এস ও এর রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্জি বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থা সম্পূর্নভাবে ভেঙে পড়েছে। জাতীয় শিক্ষা নীতির নামে ছাত্র ছাত্রীদের ভবিষ্যত অন্ধকারে ধাবিত হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি।
এদিনের চার দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো, উচচমাধ্যমিক পাশ করা প্রতিটি ছাত্র ছাত্রীর কলেজে ভর্তি সুনিশ্চিত করতে হবে। আর্থিকভাবে পিছিয়ে পড়া সকল ছাত্র ছাত্রীদের নিজেদের বাসস্থানের নিকটবর্তী কলেজে পছন্দ মত বিষয় নিয়ে পড়ার সুযোগ দিতে হবে। প্রতিটি কলেজে সমস্ত বিষয়ে অনার্স কোর্স চালু ও আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে। এছাড়াও অবিলম্বে কলেজগুলোতে নিয়মিত অধ্যাপক নিয়োগ করতে হবে।
এদিনের উচ্চ শিক্ষা অধিকর্তার কাছে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে। শিক্ষা অধিকর্তা দাবিগুলি পূরণের ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেছেন অল ইন্ডিয়া ডি এস ও এর রাজ্য সম্পাদক রাম প্রসাদ আচার্য্য।