নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): নতুন করে অস্বস্তিতে পড়ল অরবিন্দ কেজরিওয়াল সরকার। এবার দিল্লি সরকারের আবগারি নীতিতে সিবিআই তদন্তের সুপারিশ করেছেন দিল্লির উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনা। শুক্রবার সরকারি সূত্রে জানা গিয়েছে, নিয়ম ও পদ্ধতিগত ত্রুটির অভিযোগের প্রেক্ষিতে দিল্লি সরকারের আবগারি নীতিতে সিবিআই তদন্তের সুপারিশ করেছেন দিল্লির উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনা। যাতে সরাসরি দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার নাম রয়েছে।
চলতি মাসের শুরুর দিকে দিল্লির মুখ্য সচিবের দাখিল করা রিপোর্টের ভিত্তিতে সিবিআই তদন্তের সুপারিশ করা হয়েছে, জিএনসিটিদি আইন-১৯৯১, ব্যবসার লেনদেন বিধি (টিওবিআর)-১৯৯৩, দিল্লি আবগারি আইন-২০০৯ এবং দিল্লি আবগারি বিধি-২০১০-এর প্রাথমিক লঙ্ঘন উল্লেখ করা হয়েছে রিপোর্টে। রিপোর্টের অনুলিপি মুখ্যমন্ত্রীর কাছেও পাঠানো হয়েছে। এগুলি ছাড়াও, টেন্ডার-পরবর্তী “মদ লাইসেন্সধারীদের অযাচিত সুবিধা” প্রদানের জন্য “ইচ্ছাকৃত এবং স্থূল পদ্ধতিগত ত্রুটি” ছিল বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া দিল্লি সরকারের আবগারি বিভাগের প্রধান।