হাইলাকান্দি (অসম), ২২ জুলাই (হি.স.) : মাদকদ্রব্য হেরোইন সহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে হাইলাকান্দি পুলিশ। হাইলাকান্দি শহরে ড্রাগস বিক্রি করতে এসে হেরোইন সহ হাতেনাতে ধরা পড়েছে এই পাচারকারী। প্ৰায় ছয় গ্ৰাম হেরইন সহ হার্টবার্টগঞ্জ বাজারে গ্ৰেফতার করা হয়েছে আব্দুল্লা রহমান বড়ভুইয়াঁ নামের এক ড্ৰাগস পাচারকারীকে৷
হার্টবার্টগঞ্জ বাজারে জনৈক ক্রেতার কাছে হেরোইনগুলি বিক্রি করতে এসেছিল আব্দুল্লা রহমান বড়ভুইয়াঁ। কিন্তু গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে তাকে পাকড়াও করা হয়েছে। জানা গেছে, আব্দুল্লা রহমান বড়ভুইয়াঁ নামের এই ড্ৰাগস কারবারির উপর দীৰ্ঘদিন থেকে পুলিশ নজর রেখেছিল। যদিও শেষমেশ হাইলাকান্দি সদর থানার সামনে ড্ৰাগস বিক্রি করতে এসে পুলিশের জালে পড়ে আব্দুল্লা রহমান।
পুলিশ ধৃত ড্ৰাগস সরবরাহকারীর কাছ থেকে মোট ৫.৩৪ গ্ৰাম সন্দেহজনক হেরোইন বজেয়াপ্ত করেছে। এ ব্যাপারে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন হাইলাকান্দি সদর থানার ওসি আম্পি দাওলাগাপু।