ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই।। প্রত্যেক যোগা খেলোয়ারদের জন্য বিতরণ করা হবে পোশাক। যোগার পোষাক। আগামীকাল শুক্রবার, বিকেলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে খেলোয়ারদের হাতে পোশাক তুলে দেওয়া হবে। এন এস আর সি সি-র যোগা হলে হবে এই অনুষ্ঠান। রাজ্য ক্রীড়া পর্ষদের উদ্যোগে। ওই সেন্টারের প্রায় ২০০ জন শিক্ষার্থীকে বিতরণ করা হবে ওই পোষাক। উপস্থিত থাকবেন ক্রীড়া পর্ষদের জয়েন্ট সেক্রেটারি সরযূ চক্রবর্তী, দিব্যেন্দু দত্ত সহ রাজ্য যোগা সংস্থার কর্মকর্তারা।
2022-07-21