আগরতলা, ২১ জুলাই : রঞ্জিতনগরস্থিত রুদ্রাভিষেক শিব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে এক মহাযজ্ঞ এবং রাম কথা। বৃহস্পতিবার এ মহাযজ্ঞে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মিমি মজুমদার, কিশোর বর্মন সহ অন্যান্যরা।
এদিনের এই মহাযজ্ঞে উপস্থিত বারানসি থেকে আগত পূজারী হরিশচন্দ্র ত্রিপাঠী জানান মূলত বিশ্বের শান্তির জন্যই এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়ে থাকে। এই অনুষ্ঠানে রাজ্য সহ দেশের শান্তি কামনায় এই মহাযজ্ঞ হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও এদিন ভগবান রামের পূজা করা হয়।