অস্ট্রেলিয়া প্রতিপক্ষের সঙ্গে বার্তালাপ ধর্মেন্দ্র প্রধানের, দক্ষতা ও উচ্চশিক্ষা নিয়ে হয়েছে আলোচনা

নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অস্ট্রেলিয়ান প্রতিপক্ষ জেসন ক্লেয়ারের সঙ্গে বার্তালাপ করেছেন। ভারত ও অস্ট্রেলিয়া, দুই দেশের শিক্ষামন্ত্রীর মধ্যে দক্ষতা ও উচ্চশিক্ষা-সহ এডুকেশন সেক্টরের সঙ্গে সম্পর্কিত নানা নিয়ে হয়েছে আলোচনা। পাশাপাশি ভারতীয় ছাত্রদের জন্য দ্রুত ভিসা দেওয়ার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার আশ্বাসকে স্বাগত জানিয়েছেন ধর্মেন্দ্র প্রধান।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, “আমরা দক্ষতা, উচ্চ শিক্ষা এবং স্কুল শিক্ষা ক্ষেত্রে গভীর সহযোগিতার বিষয়েও কথা বলেছি এবং বিশ্বমানের দক্ষতা প্রদানের বিষয়েও কথা বলেছি, যে জন্য জন্য অস্ট্রেলিয়া পরিচিত, উভয় দেশের জন্য একটি ইতিবাচক সমন্বয় তৈরি করে ভারতীয় কর্মশক্তিকে।” এদিন অস্ট্রেলিয়ান প্রতিপক্ষ জেসন ক্লেয়ারের সঙ্গে অনেকক্ষণ বার্তালাপ করেছেন ধর্মেন্দ্র প্রধান।