লখনউ, ২০ জুলাই ( হি.স.) : উত্তরপ্রদেশ সরকারের জলশক্তি প্রতিমন্ত্রী দীনেশ খটিক মন্ত্রী ইস্তফা দিয়েছেন। মঙ্গলবার বিকেল থেকে তার পদত্যাগের আলোচনা শুরু হলেও বুধবার তার চিঠি ভাইরাল হয়। তবে এ প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করলে তিনি বলেন, চিঠিতে কোনো বিষয় নেই।
দীনেশ খটিক লিখেছেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে জলশক্তি বিভাগে একজন প্রতিমন্ত্রী নিয়োগ করা হয়েছিল, যার কারণে গোটা দলিত সমাজ বিজেপি সরকারের প্রতি সম্পূর্ণভাবে আস্থা রাখে। কিন্তু জলশক্তি দফতরের প্রতিমন্ত্রী হওয়ায় আমার কোনো নির্দেশে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। কিংবা কোনো বৈঠকের কথা আমাকে জানানো হয় না। বর্তমানে বিভাগে কোন স্কিমগুলি পরিচালিত হচ্ছে, সে বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে , সে সম্পর্কেও কোনও তথ্য আধিকারিকদের দেওয়া হয়নি। এ কারণে প্রতিমন্ত্রী দফতরের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পান না। এ কারণে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করতে না পেরে আমি পদত্যাগ করছি।

