ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই।। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পশ্চিম জেলা ভিত্তিক দিব্যাঙ্গন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বুধবার, সকালে রাজধানীর শিশু বিহার দ্বাদশ শ্রেণি স্কুল মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১২ থেকে ১৫ বছর এবং ১৬ থেকে ১৯ বছর বয়সের বালক ও বালিকা উভয় বিভাগের খেলোয়াড়দের নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম জেলায় বসবাসকারী প্রায় শতাধিক শারীরিকভাবে বিশেষ সক্ষম খেলোয়াড় এতে অংশ নিয়েছে। ১২ থেকে ১৫ বছর বালক বিভাগে প্রসেনজিৎ দেবনাথ, তুষার দাস, আকাশ দেবনাথ, রমজান মিয়া, সুকেশ সরকার, রাজবীর দত্ত, অভয় কর, আকাশ দীপ দাস, সুবীর দে; বালিকা বিভাগে রিধিমা দেবনাথ, বর্ষা দাস, সায়ন্তিকা আচার্য, দেবশ্রী পাল, তৃষা দেব, হ্যাপি সূত্রধর, তানিয়া সাহা, সুপ্রীতি নাগ; ১৬ থেকে ১৯ বছর বালক বিভাগে সুশান্ত নমঃ, টুয়েলভ কুমার ত্রিপুরা, অজিত মালাকার, শিভম সরকার, রাজেশ বিশ্বাস, হরি দাস, মৈনাক কর্মকার, সায়ন দেবনাথ, প্রীতম দাস; বালিকা বিভাগে মনিদীপা পাল, সুস্মিতা দাস, বর্ষা দাস বিভিন্ন ইভেন্টে সাফল্য অর্জন করে পুরস্কৃত হয়েছে। পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়া, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সম্মাননীয় অতিথি হিসেবে শিক্ষা দপ্তরের ক্রীড়া বিষয়ক অধিকর্তা সুবিকাশ দেববর্মা, প্রাক্তন স্পোর্টস অফিসার স্বপন সাহা, কোচ নিখিল সাহা, সহকারী প্রধান শিক্ষিকা রেশমি দেববর্মা, ক্রীড়া সংগঠক অরূপ রতন সাহা প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পৌরহিত্য করেন রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উপ-অধিকর্তা শিমুল দাস। অনুষ্ঠান শুরুতে স্বাগত ভাষণ রাখেন অর্গানাইজিং সেক্রেটারি অপু রায়। উল্লেখ্য, প্রতিযোগিতা শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। শারীরিকভাবে বিশেষ সক্ষম খেলোয়াড়দের নিয়ে দিনভর ক্রীড়া প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় অর্গানাইজিং কমিটির কনভেনার বীরেন্দ্র মজুমদার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
2022-07-20

