শ্রীলঙ্কায় চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ, ভোটদানে বিরত সেলভারাসা গজেন্দ্রন

কলম্বো, ২০ জুলাই (হি.স.): কে হতে চলেছেন শ্রীলঙ্কার পরবর্তী প্রেসিডেন্ট, তা ঠিক করতে শ্রীলঙ্কায় শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। বুধবার সকাল থেকেই শ্রীলঙ্কায় শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটগ্রহণ। গোপনে ভোট দিচ্ছেন পার্লামেন্টের সদস্যেরা। গত সপ্তাহেই দেশ ছেড়ে পালিয়ে যান রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাক্সে, সিঙ্গাপুর পৌঁছে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। রাষ্ট্রপতি নির্বাচনে ত্রিমুখী লড়াই হচ্ছে।

বিশ্লেষকদের মতে, শীর্ষ পদের জন্য সবার আগে রয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিঙ্ঘে। তবে বিক্ষোভকারীরা তাঁকে রাজাপাক্সের মিত্র হিসাবেই দেখেন। তামিল ন্যাশনাল পিপলস ফ্রন্টের (টিএনএফপি) সাধারণ সম্পাদক, এমপি সেলভারাসা গজেন্দ্রন ভোটদানে বিরত রয়েছেন বলে জানা গিয়েছে। শ্রীলঙ্কার সংসদের বাইরে মোতায়েন রয়েছে বিশাল সংখ্যক সুরক্ষা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *