বাজারিছড়া (অসম), ২০ জুলাই (হি.স.) : ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি পুলিশ ওয়াচপোস্টে ফের বাজেয়াপ্ত হয়েছে বিপুল পরিমাণের, ৪০ লক্ষাধিক টাকার গাঁজা বোঝাই একটি ট্রাক। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে একজনকে। ধৃতকে ত্রিপুরার খোয়াই জেলার কল্যা ণপুর থানাধীন গিলাতলি গ্রামের বাসিন্দা জনৈক মানসিং দেববর্মার বছর ১৮-এর ছেলে ট্রাকের চালক সজল দেববর্মা বলে শনাক্ত করেছে পুলিশ।
চুড়াইবাড়ি (অসম) পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ নিরঞ্জন দাস জানান, মঙ্গলবার রাত প্রায় সাড়ে নয়টা নাগাদ ত্রিপুরা থেকে গুয়াহাটিগামী টিআর ০১ আর ১৫৩২ নম্বরের একটি ১২ চাকার ট্রাক আন্তঃরাজ্য সীমান্ত পেরিয়ে এপারে আসে। এখানে ট্রাকে তালাশি চালিয়ে ৪৭২ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। এগুলোর বাজারমূল্যয় চল্লিশ লক্ষ টাকার বেশি হবে বলে ধারণা করেছেন তাঁরা।
পুলিশ অফিসার জানান, ধৃত ট্রাক চালক সজল দেববর্মার বিরুদ্ধে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশি জেরায় ধৃত ট্রাক চালক সজল নাকি স্বীকার করেছে, গাঁজাগুলো গুয়াহাটিতে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল তার। গুয়াহাটি থেকে গাঁজা কারবারিদের এগুলো বিহারে পাচারের কথা ছিল, জানিয়েছে সজল। আজ বুধবার করিমগঞ্জে বিচারবিভাগীয় আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন চুড়াইবাড়ি (অসম) পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ নিরঞ্জন দাস।