ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই।। জয় দিয়ে লীগ সূচনা বিবেক সংঘের। উদয়পুরে সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। কাগজে কলমে টি-টোয়েন্টি হলেও বৃষ্টির কবলে ম্যাচ রেফারি বাধ্য হয়েছেন খেলা আট ওভারে সীমিত রাখতে। আয়োজক উদয়পুর ক্রিকেট অ্যাসোসিয়েশন। বৃষ্টি বিঘ্নিত উদ্বোধনী ম্যাচ শুরুতেই ১২ ওভার কমিয়ে, ৮ ওভার করে নিতে হয়েছে। খেলা জামজুরি মাঠে। প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর খেলা শুরুতে টস জিতে বিবেক সংঘ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সীমিত আট ওভারে বিবেক সংঘ পাঁচ উইকেট হারিয়ে ৭৪ রান সংগ্রহ করে। টি-টোয়েন্টি ধাঁচে ব্যাটার্সরা তেমন রান না পেলেও রিতায়ন দে-র ১৬ রান এবং রিয়াজ উদ্দিনের অপরাজিত ২৪ রান দলের স্কোর যথেষ্ট সমৃদ্ধ করেছে। রিয়াজ উদ্দিন নয় বল খেলে তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ২৪ রান সংগ্রহ করেছে। রিক্রিয়েশন সেন্টারের বোলার হরিবন্ধু গোস্বামী একাই তিনটি উইকেট তুলে নিয়েছে ১৬ রানের বিনিময়ে। এছাড়া, সুজিত দেবনাথ ও ইন্দ্রজিৎ পাল পেয়েছে একটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে রিক্রেশন সেন্টার পাঁচ উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করতেই সীমিত আট ওভার ফুরিয়ে যায়। দলীয় ২০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে রিক্রিয়েশন সেন্টার সমস্যায় পড়লে, আনোয়ার হোসেন অপরাজিত ভূমিকায় ২৩ রান সংগ্রহ করলেও অন্যদের ব্যর্থতাই শেষ রক্ষা সম্ভব হয়নি। আনোয়ার ১৩ বল খেলে দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ২৩ রান পেয়েছে। বিবেক সংঘের বোলার সঞ্জয় মজুমদার নয় রানে দুটি এবং শারুখ হোসেন, রিতায়ন দে ও সৌরভ হালদার একটি করে উইকেট পেয়েছে। বিবেক সংঘ ২৩ রানের ব্যবধানে জয়ী হয়ে চার দলীয় লিগ আসরে কিছুটা এগিয়ে রয়েছে। দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্সের সৌজন্যে বিজয়ী দলের সঞ্জয় মজুমদার পেয়েছে ম্যান অফ দ্য ম্যাচের খেতাব। দিনের খেলা: রাজারবাগ প্লে সেন্টার বনাম বিক্রয়েশ্চেন সেন্টার।
2022-07-20