গ্রামীণ মহিলাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ দেবে ‘স্বনিৰ্ভর নারী’ প্রকল্প : বিজেপির আঙুরলতা

গুয়াহাটি, ২০ জুলাই (হি.স.) : ২০১৬ সালে অসমে বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠন হওয়ার পর থেকে আজ পর্যন্ত রাজ্যের অৰ্থনৈতিক, সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বলিষ্ঠ পদক্ষেপ গ্ৰহণ করা হচ্ছে৷ যার ফলে রাজ্যের বিকাশ দ্রুতগতিতে এগিয়ে চলছে, বলেছেন বিজেপির অসম প্রদেশ মহিলা মোৰ্চার সভানেত্ৰী আঙুরলতা ডেকা।

অসমের হস্ততাঁত খণ্ডে বয়নশিল্পীদের জন্য গতকাল ড. হিমন্তবিশ্ব শৰ্মা নেতৃত্বাধীন রাজ্য সরকার যে ‘স্বনিৰ্ভর নারী’ প্রকল্প চালু করেছেন তাকে প্রদেশ বিজেপির মহিলা মোৰ্চা উষ্ণ স্বাগত জানাচ্ছে। আজ বুধবার বিজেপির প্রদেশ সদর দফতরে মহিলা মোৰ্চার সভানেত্ৰী আঙুরলতা ডেকা এ সম্পর্কে বলেন, রাজ্যের নারীসমাজের আৰ্শীবাদ স্বরূপ এই প্রকল্পের মাধ্যমে বয়নশিল্পীরা লাভান্বিত হবেন। তিনি বলেন, অসমিয়া বয়নশিল্পীদের সুনিপুণ হাতের স্পর্শে প্ৰাণপ্রাপ্ত পোশাক ও অন্যান্য বস্ত্ৰসামগ্রী উপযুক্ত বাজার না পাওয়ায় তাঁদের উৎপাদিত সামগ্ৰী বিক্ৰি করতে প্ৰত্যাহ্বানের সম্মুখীন হচ্ছেন। তবে এখন থেকে এ ধরনের সমস্যার সম্মুখীন তাঁদের হতে হবে না।

আঙুরলতার ব্যাখ্যা, এই প্রকল্পের অধীনে পরম্পরাগতভাবে তৈয়ি হস্ততাঁত সামগ্রী যেমন গামোছা, আরনাইয়ের পাশাপাশি অন্যান্য পোশাকসামগ্রী মধ্যস্বত্বভোগীদের সহায়তা না নিয়েই বয়নশিল্পীরা সরাসরি বিক্ৰি করতে পারবেন। ‘স্বনিৰ্ভর নারী’ প্রকল্পের বলে রাজ্যের গ্ৰামীণ সমাজের মহিলারা অৰ্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন, দাবি করেছেন আঙুরলতা। তিনি মহিলা মোৰ্চার কার্যকর্ত্রীদের সদ্যপ্রচলিত এই প্রকল্প সম্পর্কে গ্রামেগঞ্জে সজাগতা অভিযান চালানোর আহ্বান জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *