আগরতলা, ২০ জুলাই (হি. স.) : ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা করোনা আক্রান্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই রাজ্যপালেরও সংক্রমিতের খবর মিলেছে। তাঁকে আগরতলায় একটি বেসরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।
প্রসঙ্গত, ত্রিপুরায় করোনার প্রকোপ দ্রুত গতিতে বেড়ে চলেছে। প্রতিদিন শতাধিক করোনা আক্রান্তের খবরে পরিস্থিতি ক্রমশ জটিলতর হচ্ছে বলেই দেখা যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তা রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
আজ এক টুইট বার্তায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা বলেন, আজ আমার করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে, আমার শরীরে কোন উপসর্গ নেই এবং আমি সম্পূর্ণ সুস্থ আছি। তিনি বিনয়ের সাথে সকলের কাছে অনুরোধ জানান, তাঁর সংস্পর্শে এসেছেন এমন সকলেই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন।
এদিকে দুপুরেই নমুনা পরীক্ষার পর ত্রিপুরার রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্যের রিপোর্ট পজিটিভ এসেছে। রাজভবন সুত্রে খবর, এদিন সকাল থেকেই রাজ্যপালের জ্বর হয়েছে বলে স্বাস্থ্য কর্মীরা টের পেয়েছিলেন। দুপুরে তাঁর রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে নমুনা পরীক্ষা করা হয়েছিল। রিপোর্ট পজিটিভ এসেছে। সঙ্গে সঙ্গে তাঁকে আগরতলায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।একইদিনে মুখ্যমন্ত্রীর পর রাজ্যপালের করোনা আক্রান্তের ঘটনায় পরিস্থিতি খুবই জটিল রূপ ধারণ করছে বলেই অনুমান করা হচ্ছে।