আইজল, ২০ জুলাই (হি.স.) : বুধবার ভোররাত ৩-টা ৮ মিনিট ১৫ সেকেন্ডে মৃদু ভূকম্পে কেঁপে উঠেছে মিজোরামের চাম্পাই জেলা ও পার্শ্ববর্তী রাজ্য মণিপুরের একাংশ অঞ্চল। রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ৪.৩। এতে কোনও হতাহত বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জানা গেছে, আজকের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মূলত ভারত-মায়ানমার সীমান্তে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি প্রকাশিত তথ্যে জানা গেছে, আজ সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল রাজ্যের চাম্পাই জেলার পূর্বাঞ্চলের ১১৯ কিলোমিটার দূরে ভূগর্ভের ১৩০ কিমি গভীরে ২৩.৫৭ উত্তর অক্ষাংশ এবং ৯৪.৪৯ দ্রাঘিমাংশে।
প্রসঙ্গত, এর আগে গত ১৮ জানুয়ারি সকাল ৭.৫২ মিনিটে ৪.৩ প্রাবল্যের ভূমিকম্পে কেঁপে উঠেছিল মিজোরাম। সেদিনের ভূমিকম্পের উৎসস্থল ছিল রাজ্যের নোপা জেলার পূর্ব-উত্তর-পূর্বাঞ্চলের ১৫ কিলোমিটার গভীরে।